ক্রিকেটের অন্য’তম জনপ্রিয় আসর ঢাকা প্রিমি’য়ার ডিভি’শন ক্রিকেট লিগ “ডি পি এল”। “ডি পি এল” আসন্ন মৌসু’মের পর্দা উঠবে ১৫ মার্চ ২০২০। টুর্না’মেন্টের অফিশিয়াল দল’বদল এখনো শুরু না হলেও আবা’হনী লিমিটেড মুশফি’কুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম’দের সাথে কথা’বার্তা চূড়ান্ত করে ফেলেছে।
এর আগে গত ২৩ ফেব্রু’য়ারি সিসিডি’এম মিটিং শেষে জানানো হয়, এ বছর “ডি পি এল” শুরুর তারিখ ঠিক করা হয়েছে আগা’মী ১৫ মার্চ। তার আগে দল’দলের যাবতীয় কার্য’ক্রম হবে ৩, ৪ ও ৫ মার্চ। যে’হেতু ঐ সময়ে জাতীয় দলের ক্রিকে’টাররা সিলেটে খেলবে, সে’হেতু সিলেটেও একটি ডেস্ক রাখার সি’দ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃ’পক্ষ। যেখানে ক্রিকেটা’ররা রেজিস্ট্রেশন কার্য’ক্রম সম্পন্ন করতে পার’বেন।
এ ব্যাপারে সিসিডি’এম চেয়ার’ম্যান কাজী ইনাম আহমেদ বলেন, “গত দুই বছর প্লে’য়ার্স বাই চয়েজ ভিত্তিতে ক্রিকেটার অন্ত’র্ভূক্ত করেছে দল’গুলো। এবার যেটা হচ্ছে, ক্রিকে’টারদের যে দাবি ছিল অনেক’দিন ধরে, সরা’সরি চুক্তিতে দল’গুলোর সাথে যুক্ত হওয়রা, সেটা আমা’দের বোর্ড সভা’পতিও কয়েক’দিন আগে জানিয়ে দিয়ে’ছেন।
এবার সরা’সরি চুক্তিতে ক্রিকে’টাররা ক্লাব’গুলোর সাথে যুক্ত হতে পার’বেন। আর সে সু’যোগই কাজে লাগাচ্ছে দল’গুলা এবং ক্রিকে’টাররা। উন্মুক্ত পদ্ধতিয় দল বদলের ফলে এরই মধ্যে আসন্ন ডিপি’এলে নিজে’দের দল চূড়ান্ত করে ফেলে’ছেন অনেক খেলো’য়াড়ই। ডিপি’এলের বর্তমান চ্যাম্পিয়ন আবা’হনী এবারও বেশ শক্ত দল গড়’তে যাচ্ছে।
এদিকে মুশফিক, লিটন, তাইজুলদের পাশা’পাশি নাইম শেখ, আমি’নুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম’কে দলে টানার বিষয়’টি গণমাধ্যম’কে নিশ্চিত করেছেন আবাহনী লিমি’টেডের এক শীর্ষ কর্তা। একই সাথে নাজ’মুল হোসেন শান্ত’কে ধরে রেখেছে দলটি।