চীন ও ইতালি’র পর এখন করোনা’ভাইরাসে সব’চেয়ে বেশি মানুষ অসুস্থ হয়েছে মার্কিন যুক্ত’রাষ্ট্রে। তবে দেশটি’তে মৃত্যুর সংখ্যা তুলনা’মূলকভাবে কম।
মৃত্যুর দিকে দিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে যুক্ত’রাষ্ট্রে। যুক্ত’রাষ্ট্রে এখন পর্যন্ত করোনা’ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৫ জন। আর মারা গেছেন ৪৫৮ জন।
সুস্থ হয়ে’ছেন মাত্র ১৭৮ জন।
করোনা’ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্ত’রাষ্ট্রের নিউইয়র্ক শহর। ১৬ হাজার ৯০০ জন করোনা’য় আক্রান্ত হয়েছেন নিউ’ইয়র্কে। আর মারা গেছেন ১৫০ জন।
দেশটি’র রাজধানী শহর ওয়াশিংটনে’র আক্রান্ত হয়েছেন ১৯৯৬ জন, মারা গেছেন ৯৫ জন।
নিউ’ইয়র্কে আরও ভয়াবহ পরিস্থিতি’র আশঙ্কা
পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে করোনা’ভাইরাস প্রাদু’র্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ ইয়র্ক। সামনে শহরটি’র পরিস্থিতি আরও খারাপ হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মূলত চিকিৎসা’র সরঞ্জাম সরবরাহের যে অভাব রয়েছে সেটা আরও প্রকট হবে বলে নিউইয়র্কে’র মেয়র আশঙ্কা প্রকাশ করেছেন।
রবি’বার মেয়র বিল দি ব্লাজিও বলেন, আমরা ভয়াবহ সংকট’পূর্ণ পরিস্থিতি থেকে মাত্র ১০ দিন দূরে রয়েছি। যদি আমরা পর্যাপ্ত ভেন্টিলেটর না পাই তবে আরও মানুষ মারা যাবে।
নিউ’ইয়র্ক রাজ্যটি যুক্ত’রাষ্ট্রে করোনা’ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র’স্থলে পরিণত হয়েছে। দেশটি’তে আক্রান্তের প্রায় অর্ধেকের বাস এই রাজ্যটি’তে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন দেশ’ব্যাপী চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। তবে এই সরবরাহ যথেষ্ট নয় বলে সমা’লোচনা করেছেন ব্লাজিও।
সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডোমিটারস