ইতালি’তে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হুহু করে বাড়’ছে। গত ২৪ ঘণ্টায় দেশটি’তে ৪৭৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে ইতালি’তে সব মিলিয়ে মারা গেলেন ২ হাজার ৯৭৮ জন। অপর’দিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত চীনে মৃত্যুর হার এবং নতুন করে আক্রা’ন্তের হার অনেক কমে এসেছে।
চীনে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা যাওয়া’র খবর পাওয়া গেছে। সব মিলি’য়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৭ জনের। তবে নতুন করে ধরা পড়ে’ছেন মাত্র ১৩ জন।
অপর’দিকে নতুন করে আক্রা’ন্তের সংখ্যাও বেড়েছে কয়ে ক’গুণ। দেশটি’তে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জনে’র শরীরে করোনা ধরা পড়েছে। সব মিলি’য়ে আক্রান্ত হয়ে’ছেন ৩৫ হাজার ৭১৩ জন।
পরি’সংখ্যান বিষয়ক ওয়েব’সাইট ওয়ার্ল্ডো’মিটার্সের তথ্য’মতে, আক্রান্ত’দের মধ্য থেকে ৪ হাজার ২৫ জন সুস্থ হয়ে ফিরেছেন। বর্ত’মানে অ্যাকটিভ কেস ২৮ হাজার ৭১০ জন। এদের মধ্যে বিপজ্জ’নক অবস্থায় আছেন ২ হাজার ২৫৭ জন।
এদিকে সারা’বিশ্বে মহা’মারি আকার ধারণ করা ভাইরাস’টিতে প্রতি’বেদন লেখা পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৭৮৯ জন আক্রা’ন্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৮৭ জনের।