Read Time:51 Second
করোনা’ভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো ৩জন আক্রান্ত হয়েছেন বলে জানি’য়েছেন রোগ’তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটি’উটের (আইইডিসিআর) পরিচালক মীর’জাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, নতুন আক্রান্ত’দের মধ্যে ২জন বিদেশ থেকে এসেছেন আর অন্য’জন বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্র’মিত হয়েছেন।
আজ রবি’বার এক সংবাদ সম্মেল’নে তিনি একথা জানান।
আইইডিসি’আর পরিচালক বলেন, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রা’ন্তের সংখ্যা ২৭ জন। ২জন মারা গেছেন। পাঁচ’জন সুস্থ হয়েছেন এবং ২০ জন চিকিৎসা’ধীন।