হোম কোয়ারে’ন্টাইন না মানায় দেশের ১৯ জেলায় ৩৩ প্রবাসী’কে বিভিন্ন অঙ্কের জরি’মানা করেছেন ভ্রাম্য’মাণ আদালত।
টাঙ্গাইল জেলা
জে’লা সিভিল সার্জন জানান গত ৭ মার্চ টাঙ্গাই’লের এক ব্যক্তি সিঙ্গা’পুর থেকে বাড়ি আসেন। উপ’জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে হোম কোয়ারে’ন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু নি’র্দেশনা অ’মান্য করে বুধ’বার সকালে ঘোরা’ফেরা করেন তিনি। বিষয়টি হাতে’নাতে ধরা পড়ালে তাকে জরি’মানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল জেলা
বরি’শাল নগরীর করিম কুটির এলাকায় দুই ইতালি প্রবাসী কোয়ারে’ন্টাইনে থাকছেন না, এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান অভিযান চালায়। অভি’যোগের সত্যতা পাওয়ায় তাদের ১০ হাজার টাকা জরি’মানার পাশাপাশি হোম কোয়ারে’ন্টাইনে থাকার নির্দেশ দেন ভ্রাম্য’মাণ আদালত।