বিয়ে একটি পবিত্র বন্ধন। এই বন্ধনে যারা আবদ্ধ হবে তাঁদের বেশীর ভাগ দম্পত্তিই থাকবে সুখে,সেই কথা বলা হয়েছে বিভিন্ন ধর্মের গ্রন্থে। আমেরিকার এক বিশেষজ্ঞ ডাক্তার মিঃ রুনালড মিটসেল কম বয়সে বিয়ে করা ১০০০ জন বিবাহিত দম্পতি এবং ১০০০ জন বেশী বয়সে বিয়ে করা দম্পত্তি নিয়ে একটি গবেষণা করেন। তিনি জানিয়েছেন, তাড়াতাড়ি যে সব দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাঁদের বেশীর ভাগ দম্পত্তিই আর্থিক ভাবে সচ্ছল এবং সুখি জীবন যাপন করছেন। এবং দেরি করে বিবাহ করা শতকরা ৮০ জন দম্পত্তিই অসুখি জীবন যাপন করে। তারাতারি বিবাহ করলে যে সকল সুবিধা পাবেন দম্পতিরা…
১। কম বয়সে বিয়ে করলে যৌ’বনকে খারাপ জায়গায় নষ্ট করতে হবে না।
২। দীর্ঘ বছর সঙ্গিনীর সাথে যৌ’ন মিলন করা যায়।
৩। প্রেমে ব্যর্থ, ব্রেকআপ এসব চিন্তা থেকে মুক্ত থাকা যায়।
৪। কম বয়সে বিয়ে হলে মানুষ সুখি জীবন উপভোগ করতে পারে,দীর্ঘ বয়েসে বিয়তে অশান্তির পরিমানটা বেশী দেখা যায়।
৫। মানসিক ভাবে শান্তিতে থাকা যায়।
৬। সন্তানকে মানুষ করা অর্থাৎ বড় করে তুলার দীর্ঘ সময় পাওয়া যায়।
৭। আপনি খুব তারা তারি দায়িত্বশীল হয়ে উঠবেন।
৮। শারিরিক অনেক রুগ থেকে মুক্তি পাওয়া যায়।
৯। আপনি সহজে অর্থের অপচয় করতে চাইবেন না।
১০। আপনার মধ্যে খুব তারা তারি ম্যাচিউরিটি চলে আসবে।
১১। খুব তারাতারি আর্থিক ভাবে সচ্চল হতে পারবেন।
১২। সমাজে মান-মর্যাদা তারাতারি বৃদ্ধি পায়। এছাড়াও নানাবিধ সুবিধা পাবেন যদি দ্রুত বিয়ে করেন। তবে ডক্টর মিঃ রুনালড মিটসেল এটাও জানিয়েছেন, আপনার উপরোক্ত সকল সুখ তখনি ভোগ করতে পারবেন যদি আপনার জীবন সঙ্গিনি ভালো মনের অধিকারি হয়। নয়ত হিতে বিপরিত হতে পারে।