বরিশালে’র উজির’পুর উপজেলায় কুচিয়ার’পাড় গ্রামে বেড়াতে এসে গণ’পিটুনির শিকার হয়েছেন শরীয়ত’পুর জেলা থেকে বেড়াতে আসা আশীষ মন্ডল (৫০) নামের এক ব্যক্তি। বিদেশ’ফেরত সন্দেহে তাকে মার’ধর করে গ্রাম’বাসী। আশীষ তার বাড়ি পেয়ার’পুর গ্রামে ফিরে যাওয়ার অঙ্গীকার করলে গ্রাম’বাসী তাকে ছেড়ে দেয়।
কুচিয়ার’পাড় গ্রামের একা’ধিক বাসিন্দা জানান, রবি’বার ওই এলাকা’য় আসেন আশীষ। তাকে পথ’রোধ করে তার বড়ি কোথায় জানতে চাওয়া হলে তিনি শরীয়ত’পুর থেকে এসেছেন বলে জানান। আরও জানান, কুচিয়ার’পাড় গ্রামে তার স্বজন নিত্য’নন্দ দেউরির বাড়িতে যাবেন। বিদেশ’ফেরত কিনা জানতে চাইলে আশীষ ভয়ে অসংলগ্ন কথা বললে গ্রাম’বাসী গণ’পিটুনি দেয়।
তারা আরও জানান, শরীয়ত’পুর, ফরিদপুর এবং মাদারী’পুরে অনেক বিদেশ ফেরত মানুষ অবস্থান করছে শুনে তারা আতঙ্কের মধ্যে আছেন। বিদেশ’ফেরতদের হোম কোয়ারে’ন্টিন না মানার খবরও তারা শুনছেন। তাই ওই ব্যক্তি’ও বিদেশ ফেরত মনে করে তাকে মার’ধর করা হয়।
উজির’পুর থানা পুলিশের ওসি জিয়াউল আহ’সান জানান, শরীয়ত’পুর থেকে বেড়াতে আসা আশীষ মন্ডল’কে বিদেশ’ফেরত মনে করে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে কিছু গ্রাম’বাসী। বিষয়’টি জানতে পেরে আমি মোবাই’লে আশীষ ও গ্রাম’বাসীর সঙ্গে কথা বলে তাকে ছাড়িয়ে দেই। এরপর আশীষ তার স্বজ’নের বাড়িতে না গিয়ে শরীয়ত’পুরে তার বাড়ি’তে ফিরে যান।