মানিক’গঞ্জে বিদেশ ফেরত হোম কোয়া’রেন্টাইন না মানা আত্ম’গোপনকারী প্রবাসীদের পাসপোর্ট বাতিল করার ঘোষনা দিয়ে’ছেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। মঙ্গল’ বার রাতে এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে পাস’পোর্ট বাতিলের এই ঘোষনা দেয়া হয়। আজ বুধ’বারের মধ্যে জেলার পলাতক প্রবাসী’রা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগা’যোগ না করলে তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হবে।
মানিক’গঞ্জ জেলা পুলিশের তথ্যমতে, গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বিমান’বন্দর ও স্থল’বন্দর দিয়ে মানিক’গঞ্জে এসেছেন মোট ২ হাজার ৭শ জন প্রবাসী।এর মধ্যে ৮ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এসেছেন ১ হাজার ৩৮৮ জন। এর মধ্যে বুধবার(২৫ মার্চ) পর্যন্ত মানিক’গঞ্জে মোট হোম কোয়া’রেন্টাইনের আওতায় এসেছে ৭৯২জন। একই সময়ে ১৪দিন পার হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে অব’মুক্ত হয়েছে ২৯৩জন মঙ্গল’বার পর্যন্ত বাকী ৪৯৯ জন হোম কোয়া’রেন্টাইনে রয়েছেন। কিন্তু অব’শিষ্ট বিপুল সংখ্যক প্রবাসীদের নিজ নিজ ঠিকানায় পাওয়া যায়নি।তাদের খুজতে মাঠে কাজ করছেন প্রশাসন।
জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন মানিক’গঞ্জের বিদেশ ফেরত এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরা’ঘুরির অভি’যোগে ১০জনকে বিভিন্ন অংকে জরিমানা
করা হয়েছে। আর যাদের নিজ নিজ ঠিকানা’য় খুজে পাওয়া যায়নি তাদের বের করতে প্রশা’সন মাঠ পর্যায়ে কাজ করছে। জেলা থেকে শুরু করে প্রতিটি ইউ’নিয়নের ওয়ার্ড পর্যায়ে প্রশাসনের নজর’দারি করেও তাদের না পাওয়ায় ধারনা করা হচ্ছে তারা আত্ম’গোপন করে রয়েছে।
করোনা’র সংক্রমন এড়াতে সারা’দেশেই হোম কোয়ারেন্টাইন সহ করোনা মোকা’বেলায় নানান কর্মসূচী নেওয়া হচ্ছে। মানুষ’কে সচেতনতা করা হচ্ছে। যেসব প্রবাসী আত্ম’গোপন
করে রয়েছে তারা বুধবার ২৫মার্চ এর মধ্যে স্থানীয় প্রশাসনের কাছে ধরা না দিলে কিংবা যোগা’যোগ না করলে তাদের পাসপোর্ট বাতিল করা হবে।
এদিকে করোনা সংকট মোকাবেলায় জেলা প্রশাসনকে সহায়তার জন্য মানিকগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী।গণবিজ্ঞপ্তি দিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মঙ্গলবার থেকে শপিংমল,বানিজ্য’কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, সাপ্তা’হিক হাট, চায়ের দোকানের আড্ডাসহ জন’সমাগম হয় এমন সকল স্থান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে’ছেন।
সকল ক্ষুদ্র ঋণ আদায় কার্য’ক্রমও পরবর্তী নির্দেশ’না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে খাদ্য সাম’গ্রী, ঔষধ, নিত্য’প্রয়োজনীয় দ্রব্যাদি’র সকল দোকানপাট কাঁচা বাজার, চিকিৎসা ব্যবস্থা যথা’রীতি খোলা থাকবে। ওইসব স্থানে ১ মিটার পর্যন্ত নিরাপদ দুরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। মাইকিং করে নির্দেশ জারি’র পর পর শহরের দোকান’পাট বন্ধ হয়ে
গেছে।